বাংলাদেশে তৈরী হচ্ছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার

Posted on

উত্তর দিক থেকে তো আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হচ্ছে দুবাইয়ের ১৬৫ তলা বুর্জ আল খালিফা, তবে খুশির খবর হচ্ছে যে আকাশ চিরে বের হওয়া এমন টাওয়ারের নাম এবার বাংলাদেশের গায়েও হতে চলেছে।

বাংলাদেশে তৈরী হচ্ছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার

অবশেষে সব জটিলতা কাটিয়ে রাজধানী ঢাকার পূর্বাচলে শুরু হল বিশাল এই আইকনিক টাওয়ারের নির্মাণকাজ আর এই টাওয়ারটি কেন্দ্র করেই এর পাশে তৈরি হবে দেশের সবচেয়ে উঁচু উঁচু সব নীতিমালার আকাশচুম্বী এই মোড়গুলোতে অত্যাধুনিক অফিস বিজনেস সেন্টার বিপণিবিতান বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তারকা হোটেল কনভেনশন সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র হসপিটাল বিশ্ববিদ্যালয়সহ আধুনিক সুযোগ-সুবিধা চলুন হচ্ছে।

hj6yuyjy

আমরা সবাই হয়তো এটা জানি যে অনেক আগে থেকেই রাজধানী ঢাকার নিকটে পূর্বাচলে একটি আধুনিক স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা চলছে এবং এটি বাস্তবায়নের লক্ষ্যে বেশ জোরেশোরেই কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার আর এই পরিকল্পনার একটি অংশ হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি কয়েক বছর আগে কেপিসি গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত।

বাংলাদেশে সবচেয়ে বড় বিল্ডিং কত তলা

কালী প্রদীপ চৌধুরী পূর্বাচলের ১৯ নং সেক্টরে সিআইডি এলাকায় ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন এই নির্মাণের অংশ হিসেবে 142 তলা আইকনিক টাওয়ারের পাশাপাশি থাকবে 50000 ধারণক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ১০০০০ ধারণ ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় একটি মর্ডান মেডিকেল কলেজ হসপিটাল।

বাংলাদেশের জাতীয় ফুল শাপলার আদরের নকশা করা হয়েছিল এই কাজটি করেন এবং একে ঘিরে থাকবে অন্যান্য ভবন ও স্থাপনা কেপিসি গ্রুপ ডিজাইন টিভির বিশ্বের বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিল এই প্রকল্পের জন্য ইতোমধ্যে পূর্বাচলের নিউটাউনে 114 একর জায়গা কেনা এবং প্রস্তাবিত সময়ের আগেই এর কার্যক্রম শুরু করে দেয়া হয়েছে আশাকরি আগামী ২০১৪ সালের ভেতর এই টাওয়ার এর মূল অংশ দৃশ্যমান হয়ে যাবে।

সবচেয়ে বড় টাওয়ার কোনটি

তবে এই প্রকল্পের ডিজাইন ও টাওয়ারের নাম রাখা হয়েছিল তাতে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে প্রথমে টাওয়ারের উচ্চতা 142 তলা পর্যন্ত হবে বলা হলেও আমলাতান্ত্রিক জটিলতা টাওয়ারের উচ্চতা নিয়ে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের প্রতি তাদের মুখে পড়ে টাওয়ারের উচ্চতা অবশেষে 111 তলা নির্ধারণ করা হয় শুধু এই নয় পরিবর্তন আনা হয়েছে কেপিসি গ্রুপ এর নকশা করার ডিজাইন ও শাপলা ফুলের ডিজাইন পরিবর্তন করে এরকম ডিজাইন করা হয়েছে।

তবে ১৪২ তলা থেকে কমিয়ে ১১১ তলা করা হলেও এর দুপাশে কিন্তু ৫২ তোলা এবং ৭১ তলা বিশিষ্ট দুটি বৃহৎ টাওয়ার এবং পুরো কমপ্লেক্সের থাকবে আরো ৪৯৪৬ তলাবিশিষ্ট টাওয়ার তাই এখন থেকে এইটা আমার নাম থাকছেনা আইকনিক টাওয়ার নাম পরিবর্তন করে বর্তমানে এর নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ড্রাইভার এখানে বৃহৎ ঈদ জামাতের একত্রে ড্রাইভার বলা হয়েছে ভালো তলাটাও টি তৈরি করা হবে।

বঙ্গবন্ধু টাওয়ার কোথায় অবস্থিত

১৯৫২সালের ভাষা আন্দোলন কে স্মরণ করে যার নাম হবে ল্যাঙ্গুয়েজ টাওয়ার ৭১ তলা টাওয়ার তৈরি করা হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে লিবারেশন টাওয়ার এবং ১১১ তলা টাওয়ার তৈরি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লীগের সিনিয়র নেতাদের একত্রে উপর থেকে দেখলে অনেকটা শহীদ মিনারের মত দেখাবে লিখেছি টাওয়ারের একেবারে উপরের থাকা লাল বলের আকারের অংশটি শহীদ মিনারের পেছনে থাকা লাল বৃত্ত কে নির্দেশ করে একে সামনে থেকে দেখলে জাতীয় স্মৃতিসৌধের।

মহিষ তোকে মনে করিয়ে দেবে ১১১ তলা বিশিষ্ট লেগেসি টাওয়ারটি তৈরি হলে এটি হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম ইমারত থাকবে ইন্টারন্যাশনাল বিজনেস 3.9 মিলিয়ন শিট আয়তনের কনভেনশন সেন্টার world-class বাণিজ্যিক এলাকা আবাসন ব্যবস্থা রিটেইল হসপিটাল ও কমিউনিটি বঙ্গবন্ধুর মূল্যের উপর ভিত্তি করে নির্মিত হবে।

টাওয়ার ৭১

যার মানে দাঁড়ায় ল্যাঙ্গুয়েজ লিবারেশন লেগেসি সুরক্ষিত থাকবে সুনীলের ইনভারমেন্ট যুক্ত বাতাস মার্টিনেজ সিস্টেম ট্রাফিক কন্ট্রোল এবং চীনের গ্রেট ওয়ালের আদলে পুরো কমপ্লেক্স কে ঘিরে থাকবে মানুষদের হাঁটার জন্য ওয়াকওয়ে কমপ্লেক্সের বিল্ডিং ঘরের দেয়াল তৈরি হবে সোলার গ্লাসের সাহায্যে নতুন ডিজাইনের এই বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ করছে শিকদার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপ্যাক হরলিক্স লিমিটেড ও জাপানের কাজিমা কর্পোরেশন এবং আর কে কাজ করছে পৃথিবীর বিখ্যাত হেরি মার্কেট উল্লেখ্য যে হেরী মার্কেটে পৃথিবীর সেরা।

jtr6uerut

একটি এবং কোরিয়ার সৃষ্ট আর্কিটেক্ট প্রতিষ্ঠান বেশ কিছুদিন আগে এই প্রকল্পের খোসা মাস্টারপ্ল্যান ডিজাইনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজু .২৯৩০ নাইস অর্জন করেছে বিশ্বের বৃহত্তম উপহারের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ এ ব্যাপারে আপনার অনুভূতির কথা জানিয়ে দিন কমেন্ট বক্সে আমি তো খুব এক্সাইটেড শুধু অপেক্ষা করছি কখন নিজ চোখে এক অন্যরকম বাংলাদেশকে দেখতে পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *